আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে দুইটি ইউনিয়নের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও সদস্যদের সাথে মতবিনিময় করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ। বৃহস্পতিবার কালুখালী উপজেলার বোয়ালিয়া ও রতনদিয়া ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও ইউপি সদস্য, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ,গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেন। এসময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ খালেক মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, ইউপি সচিব ইউনুচ আলী, ইউপি সদস্য আঃ লতিফ মোল্লা, ফরিদা পারভীন, রহিমা বেগম, শুকুরণ বেগম, আঃ হালিম বিশ^াস, মোঃ মুক্তার হোসেন, সাবু মিয়া,তছির মোল্লা, আনেচ খা, আলতাফ হোসেন , জাকির হোসেন , লালচাঁদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন , শারদীয় দূর্গপুজা,করোনার টিকা গ্রহণে জনগণকে সচেতন করা , মা ইলিশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা , ইউপি সদস্যদের প্রশিক্ষণ গ্রহণ বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় ইউপি সদস্যদের সন্মানী ভাতা বৃদ্ধির জন্য দাবী করেন।