সোহেল খান : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নারুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে নারুয়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সুলাইমান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম রেজা মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিরন প্রমূখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ নারুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।