আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে মিনা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৪ সেপ্টেম্বর) কালুখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মিনা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো । এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রশিদ, সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া বিশ^াস, প্রধান শিক্ষক সুচরিতা সাহা, পরিমল কুমার সাহা, মোঃ নজরুর ইসলাম,আফসার উদ্দিন, আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক আঃ সালাম, শাহিদুল ইসলাম, ইসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।