মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেশের সূর্যসন্তান বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অবঃ) যুগ্ন সচিব বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমান মিয়া, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন ফেরদৌস, উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা সহ উপজেলার সাতটি ইউনিয়নের ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধা বৃন্দ।
অনুষ্ঠানে ১০৯ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত ১১৮ জন মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কাছে শুধু ডিজিটাল সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এসময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে দশের সূর্য্য সন্তানেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জীবন বাজি রেখে দেশকে শত্রুর কবল থেকে মুক্ত করেছিল। আর আমরা পেয়েছিলাম একটি স্বাধীন রাষ্ট্র। আজ আমরা সেই দিনের পুরস্কার হিসেবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় পেলাম স্বিকৃতি স্বরূপ স্মার্টকার্ড ও ডিজিটাল সনদ। আগামীর দিনগুলোতে আমরা আমাদের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে একত্রে কাজ করে যাব।