আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। তিনি বলেন শেখ হাসিনা সরকার দেশকে উন্নয়নের সাথে সাথে মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি করেছেন । মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছেন, গরীব গৃহহীন মুক্তিযোদ্ধাদের বীরনিবাস তৈরি করে দিয়েছেন। তাই আমাদেরও উচিৎ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকার গঠনের সহযোগিতা করা। মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের নামে নতুন করে মুক্তিযোদ্ধা বানানোর প্রক্রিয়া চলছে। মুক্তিযুদ্ধের ইতিহাস তৎকালিন স্ব-স্ব এলাকার মুক্তিযোদ্ধারাই বলতে পারেন । আমাকে যদি মাদারীপুরের মুক্তিযোদ্ধাদের যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমাকে ওই এলাকার সঠিক মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা সম্ভব হবে না । অতএব নতুন করে নাম দেওয়া মুক্তিযোদ্ধাদের তালিকা স্বচ্ছতার প্রশ্ন আসতে পারে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ খালেক মাষ্টার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আকামত আলী মন্ডল, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রমুখ।