আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে পাটবীজ উৎপাদন কারী চাষীদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কালুখালী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে একশত জন চাষীকে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। চাষী পর্যায়ে বীজ উৎপাদনের লক্ষে কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষে কালুখালীতে চাষীদেরকে পাট বীজ রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফসার পূর্ণিমা রাণী হালদার, কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমুর রহমান, উপসহকারী পাটউন্নয়ন কর্মকর্তা আবু রায়হান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা প্রমুখ উপস্থিতছিলেন ।