স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু দলীয় নেতা-কর্মীদের নিয়ে বুধবার সন্ধ্যায় দৈনিক রাজবাড়ী কন্ঠ কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকলকে মিষ্টিমুখ করান এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় দৈনিক রাজবাড়ী কন্ঠের সম্পাদক এ্যাড. খান মোঃ জহুরুল হক, বার্তা সম্পাদক সোহেল রানা, সহ-সম্পাদক মোঃ আলাউদ্দিন, বাণিজ্যিক ব্যবস্থাপক আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।