কালুখালী প্রতিনিধি : কোরআন খতম, মিলাদ মাহফিল ,দোয়া অনুষ্ঠান ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণের মধ্যদিয়ে বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু এ কর্মসুচির আয়োজন করে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকালে কালুখালীর তছিরন নেছা হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীরা পবিত্র কোনআন খতম ও নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন। দুপুরে আলোচনা সভা , মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাবেক ছাত্র নেতা সবুজ মুন্সী, জিয়াউর রহমান, বছির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আলাউদ্দিন। দোয়া অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরন করেন।