কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার সবগুলো বাজার ও গুরুত্বপূর্ন এলাকার সিসি ক্যামেরার আতাভূক্ত বলে দাবী করেছেন থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান। তিনি মঙ্গলবার রাতে কালুখালী বাজারের সিসি ক্যামেরা স্থাপন কাজের উদ্বোধনকালে একথা বলেন। তিনি বলেন, গান্দিমারা বাজার, মদাপুর বাজার, চাঁদপুর মোড়, উপজেলা পরিষদ, থানা মোড়, কালুখালী বাজার, মোহনপুর বাজার, মৃগী বাজার, বিকয়া বাজার, বাংলাদেশ হাট সহ সকল গুরুত্বপূর্ন এলাকা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব এলাকা দিয়ে অপরাধীদের পার হবার সুযোগ নেই। সর্বক্ষন একদল দক্ষকর্মী এসব ক্যামেরার নজরদারি করছে। তাই তিনি অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বায়ন জানান।
কালুখালী বাজারের সিসি ক্যামেরা স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাজার শিল্প ও বনিক সমিতির সভাপতি ইমদাদুল হক দুদু। অনুষ্ঠানে বাজার শিল্প ও বনিক সমিতির সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন, প্রহ্লাদ কুমার পাল,সাধারন সম্পাদক রনজয় কুমার বসু, সহ.সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।