স্টাফ রিপোর্টার : রাজবাড়ী ইনার হুইল জয়েন্ট প্রজেক্ট ক্লাবের পক্ষ থেকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিনবাড়ীর বলদাখালে অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ৬০ জন শিক্ষার্থী ও এতিমদের মধ্যে খাদ্য ও শিক্ষা উপকরণ প্রদান করেছেন জেলার প্রেসিডেন্ট রাইশা ইসলাম ইভা।
বুধবার সকালে মাদ্রাসায় চাউল, ডাউল, ভোজ্যতেল, লবন, চিনি সহ শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার প্রেসিডেন্ট রাইশা ইসলাম ইভা, মাদ্রাসার জমি দাতা ও প্রতিষ্ঠাতা মোছাঃ মনোয়ারা বেগম, মাদ্রাসার মহতামীম মুফতী সালাউদ্দিন, আইডিয়াল কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম। এছাড়াও কালুখালীর হোগলাডাঙ্গী ইসলামীয়া কামিল মাদ্রাসায় ছাত্রীদের জন্য একই প্যাকেজ বিতরণ করা হয়েছে।
বিতরণ শেষে রাইশা ইসলাম ইভা বলেন, রাজবাড়ী জেলার পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। রাজবাড়ী জেলার সকল অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।