মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গ্রামের প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে উপকরণ হিসেবে সার বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে গ্রামের প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে সার ও কালাই বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহজাহান আলী খান, মাহবুব হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে নারুয়া, নবাবপুর ও জঙ্গল ইউনিয়নের ২০ জন প্রান্তিক চাষিদেরকে ৫ কেজি কালাই বীজ ও তিন প্রকারে মিলিয়ে ২০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ করা হয়।
পরিশেষে গণশুনানীতে বহরপুর ইউনিয়নের সার ডিলার তরুন কান্তি সাহার বিরুদ্ধে আনা অভিযোগ শোনেন কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। কৃষকদের আশ্বস্ত করে বলেন, আমি মাত্র এক মাস বালিয়াকান্দিতে যোগদান করেছি। সবকিছু বুঝে উঠতে একটু সময় লাগবে। আপনারা ধৈয্য ধারণ করুন। আমি আপনাদের আনা অভিযোগ খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।