আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। “জলাতঙ্ক ঃ মৃত্যু আর নয় , সবার সাথে সমন্বয়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার (২৮সেপ্টেম্বর) কালুখালীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে জুনেটিক ডিজিজকন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি,স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালী ,আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারজানা ইসলামের সভাপতিতে আনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুদ্দিন। আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপাঞ্জন ধর, মেডিকেল অফিসার ডা. অতীশ দীপঙ্কর, ডা. সুমা নন্দী, সেনেটারী ইন্সপেক্টর সামসুন্নাহার , স্বাস্থ্য পরিদর্শক সুফিয়া পারভীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানা ইসলাম বলেন, গত ২২ সেপ্টেম্বর হতে জলাতঙ্ক রোগের প্রতিকার হিসেবে আমরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাবিক্স ভিসি প্রদান চালুকরেছি এখন থেকে কালুখালী বাসীকে আর র্যাবিক্স- ভিসি এর জন্য বিড়ম্বনার শিকার হতে হবেনা ।