স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে মনমুগ্ধকর এ্যাক্রোবেটিক শো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে এই শো অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শায়লা ফারজানা ও শেখ মোমেনা মনি, অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানাসহ অন্যান্যরা।
সে সময় চায়না থেকে প্রশিক্ষণ গ্রহণ করা এ্যাক্রোবেটি দলের সদস্যরা লোমহর্সক নানা ধরণের কসরত প্রদর্শন করেন। ওই অতিথিরা ছাড়াও আগত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে প্রদর্শনী হল।