স্টাফ রিপোর্টার : বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভাইরাল হওয়া আলম ওরফে হিরো আলম এখন সার্কাসে কাজ করছেন। তিনি মঙ্গলবার ও বুধবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত আশ্বিনী মেলার দি রওশন সার্কাসে শো করছেন। তার সাথে আছেন রিয়া মনি। সার্কাস খেলার মধ্যে গান পরিবেশন সাথে চলছে নাচ।
নাচ ও গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। হিরো আলম বলেন, করোনার কারণে সার্কাস প্রদর্শন বন্ধ ছিল। শিল্পীরা চরম কষ্টে দিন কাটিয়েছেন। করোনা না থাকায় এখন সার্কাস প্রদর্শন হচ্ছে। এ কারণে আমরা এসেছি।
তিনি বলেন, আমি ৫টি সিনেমায় অভিনয় করেছি। ৬টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আমি আলম থেকে আজ হিরো আলম হয়েছি। গানের জন্য ডিবি আমাকে আটকও করেছিল। তারপরও গান অব্যাহত রেখেছি। ইতিপুর্বে বগুড়ার কাহালু থেকে এমপি নির্বাচন করেছি। আগামীতেও এমপি নির্বাচন করবো।