আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে তৃণমূল মানুষের জন্য শিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমী আয়োজিত উপজেলা আর্চব্রীজ (হাতিরঝিল) এর সামনে তৃণমূল মানুষের জন্য শিল্প ও সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে কালুখালী উপজেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। উপজেলা নিবার্হী অফিসার শাহ্ মোঃ সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজজ্জামান চৌধুরী টিটো । বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, যুব উন্নয়ন অফিসার (উপ-পরিচালক) আবুল বাশার চৌধুরী, সমবায় অফিসার আঃ জব্বার, আনসার ভিডিপি অফিসার মনির হোসেন উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা ও পরিবেশনায় উপজেলা শিল্পকলা একাডেমী।