শামীম শেখ : বিশ্বকাপ ফুটবলকে সামনে রাজবাড়ীর গোয়ালন্দে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে ব্রাজিল সমর্থক দল জয়লাভ করে। একমাত্র গোলটি করেন বিজয়ী দলের বাহাদুর খান।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪ টায় টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচটি শুরু হয় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে। কয়েকশ দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলার শুরুতে দুদলের খেলোয়াড়রা বাংলাদেশের জাতীয় পতাকাকে সামনে রেখে জাতীয় সংগীত পরিবেশন করেন।
এ সময় খেলায় অংশগ্রহন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্রগ্রাম জেলা শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন জুয়েল, আর্জেন্টিনা সমর্থক দলের অধিনায়ক ও যুগান্তর পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রথম আলো বন্ধু সভার সভাপতি মোঃ বাবর আলী, গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান ও যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, স্বজন সমাবেশের সহ-সভাপতি জিল্লুর রহমান, রফিকুল ইসলাম কোরবান, ব্রাজিল সমর্থক দলের খেলোয়াড় ও বেসরকারি সংগঠন পায়াক্ট বাংলাদেশ এর ম্যানেজার মজিবর রহমান জুয়েল,আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও জেলার সেরা কৃষি উদ্যোক্তা হুমায়ুন আহমেদ, রেজাউল হাসান রাজন, শফিক মন্ডল প্রমুখ।
প্রীতি ম্যাচের আয়োজক মোঃ সাজ্জাদ হোসেন বলেন, বিশ্বকাপ খেলা উপলক্ষে সারা বিশ্বজুড়ে ফুটবল উম্মাদনা শুরু হয়েছে। আমরাও এর বাইরে নই। এ জন্য ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্টারদের নিয়ে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। দুই দলের মধ্যে শীঘ্রই আরেকটি ম্যাচ আয়োজন করা হবে বলে তিনি জানান।