আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে নৈশরিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সোমবার কালুখালী উপজেলার কালুখালী সরকারি কলেজে মাঠে নৈশরিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টে ফাইনালে অংশ গ্রহণ করে কুমারখালী স্পোটিং ক্লাব বনাম গতমপুর স্পোটিং ক্লাব। গতমপুর স্পোটিং ক্লাব কে ১-০ খোলে হারিয়ে কুমারখালী স্পোটিং ক্লাব বিজয়ী ট্রফি ও ২৫ হাজার এক টাকা প্রাইজ মানি বিজয়ী হন। কালুখালী উপজেলা নিবার্হী অফিসার শাহ্ মোঃ সজিব খেলা উদ্বোধন করেন। এসময় জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন, আয়োজক কমিটি নিউ সোসাইটি ইউনিটের সভাপতি সুমন মাহমুদ উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ রানা চৌধুরী, ইউনিয়ন ব্যাংবের শাখা ব্যবস্থাপক সুমন হাসান, মোঃ হালিম বিশ্বাস, পরিচালনা করেন বিল্লাল হোসেন।