স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে ভাই-বোনদের জমি জোড়পূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের দবির উদ্দিন মন্ডল ওরফে কামরুদ্দিন মন্ডলের স্ত্রী মোছাঃ রোকেয়া বেগমের নামে থাকা জমির ওয়ারিশ মহসীন রেজা পাখী, মোছাঃ ডলি ও মোছাঃ বিলকিছ আক্তারকে বুঝে না দিয়ে মোঃ ফারুক জোড়পূর্বক ভোগদখলে রয়েছে।
এ বিষয়ে মোছাঃ ডলি ও মোছাঃ বিলকিছ আক্তার বলেন, মায়ের মৃত্যুর পর আমাদের অংশের জমি ভাগবাটোয়ারা না দিয়ে ফারুক জোড়পূর্বক দখলে রেখে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিকট ধর্ণা দিলেও কোন কাজ হয়নি। আমরা আমাদের জমির দখল বুঝে নিতে চাই। সকলের সহযোগিতা চাই।
অভিযুক্ত ফারুক হোসেন বলেন, আমি তাদের নামের সব জমিই বুঝে দিবো। তবে তারা জমি পাওয়ার আগেই বিক্রি করছে।