কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ার টেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮নভেম্বর) কালুখালী উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ার টেকারদের মাসিক সমন্বয় সভায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব। এসময় উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, রাজবাড়ী, ফিল্ড অফিসার, শিক্ষকগনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কালুখালী উপজেলায় মোট ৯৬ টি কেন্দ্রে এ শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।