মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শনিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে পাংশা উপজেলা আওয়ামীলী যুবলীগ ও ছাত্রলীগ। মিছিলটি শহরের কালিবাড়ী মোড় এলাকা প্রদক্ষিণ করে থানা রোড়ের দিকে যাচ্ছিল এমন সময় মিছিলের সামনে অতর্কিত ককটেল হামলা করে সন্ত্রাসীরা। এ সময় মিছিলটি ছন্ন ছাড়া হয়ে পড়ে।
পরে ছাত্রলীগ- যুবলীগের নেতা কর্মীরা পূনরায় মিছিল করে। বিএনপির সন্ত্রাসীরা ওই মিছিলে বোমা হামলা করেছে বলে অভিযোগ করেন ছাত্রলীগ-যুবলীগ নেতৃবৃন্দ। পরে ঘটনাস্থলে পাংশা থানা পুলিশ এসে আলামত সংগ্রহ করেন।
পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ বলেন আমাদের শান্তিপূর্ণ মিছিলে থানা রোড়ের মহিলা কলেজ রাস্তার মোড়ে অতর্কিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আনছার আলী ও আকমল হোসেন নামের ২জন কর্মী আহত হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শান্ত পাংশাকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।