মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার উপজেলা পরিষদের সামনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে রোরো ধানের উপশী ও হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ। এ সময় পাংশা উপজেলার বিভিন্ন এলাকার কৃষকগন উপস্থিত ছিলেন।