মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন। সিদ্দিকুর রহমান রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের পাঁচ বাড়ীয়া হাসিনা ওয়াজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষকতার মত মহান পেশায় নিজেকে জড়িয়ে রেখেছেন।
এ সাফল্যেও ধারা অব্যহত রাখার ব্যাপারে তিনি আশাবাদ ব্যাক্ত করেছেন। পাঁচবাড়ীয়া হাসিনা ওয়াজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সাথে দোয়া কামনা করেছেন সকলের নিকট।