স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিশু আইন-২০১৩ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ শিশু সুরক্ষায় সমাজকর্মীদের ভুমিকা সম্পর্কে সমাজকর্ম ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তি, সমাজর্কমী, কিশোর-কিশোরীসহ ৫০ জন অংশগ্রহণ করেন।
উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদারের সভাপতিত্বে এসময় বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, ইউপি সচিব বিধান কুমার বিশ্বাস, সদস্য মহসীন খান, বাচ্চু প্রধান, তাছির উদ্দিন মোল্যা সহ অন্যান্য ইউপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
রবিবার (৪ ডিসেম্বর) বহরপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ইসলামপুর ইউনিয়ন পরিষদ অনুষ্ঠিত হবে। অনুরুপ ভাবে উপজেলার ৭টি ইউনিয়নে এ ডায়ালগ অনুষ্ঠিত হবে।