মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া রিয়াজুল উলুম কাওমি মাদ্রাসা থেকে নানা বির্তকৃত কর্মকান্ডের কারণে রিয়াজুল ইসলামকে বহিস্কার করা হয়েছে। সেই সাথে মাদ্রাসা সংশ্লিষ্ঠ কোন বিষয়ে তার সাথে যোগাযোগ না করতে সর্ব সাধারণের নিকট অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকার সুধি সমাজ।
বিভিন্ন সময় মাদ্রাসার নামে রিয়াজুল ইসলাম টাকা কালেকশন করে তা আত্বসাত করেছেন। তার অনৈতিক কর্মকান্ডসহ নানা অভিযোগ রয়েছে এ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এদিকে বহিস্কারের পরও তিনি কিছু জায়গা থেকে এ মাদ্রাসার নামে চাঁদা তুলছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে এরুপ কোথায় চাঁদা এই মাদ্রাসার নামে তুললে তাকে ধরে স্থানীয় প্রশাসনের নিকট সোপর্দ করার অনুরোধ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোঃ আমিরুল ইসলাম বলেন, রিয়াজুল ইসলামের কর্মকান্ডে আমরা অতিষ্ঠ। আমরা তাকে মাদ্রাসা থেকে বহিস্কার করেছি। সেই সাথে তার নিজে মুখে অপরাধ স্বীকার করার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। এ ব্যাপারে সকলের সু-দৃষ্ঠি কামনা করছি।