মাসুদ রেজা শিশির : “আমরা লড়ছি অপসংস্কৃতি, অশ্লীলতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে” এ শ্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে ৫ দিন ব্যাপী বার্ষিক নাট্য উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পাংশার সনামধন্য সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের আয়োজনে আগমী ১৯ ডিসেম্বর থেকে পাংশা পৌরসভা চত্বরে ৫ দিন ব্যাপী এ নাট্য উৎসব অনুষ্ঠিত হবে। বিশিষ্ঠ নাট্য নির্মাতা পরিচালক লিটু করিম ও মুকুল কুমার কুন্ডুর’র নাট্য নির্দেশনায় পর্যায়ক্রমে ” রক্তে কেনা স্বাধীনতা, সিদুর দিয়ে কিনলাম, গলি থেকে রাজপথ, বিশ্বাস ঘাতক ও আনার কলি” নামক নাটক মঞ্চস্থ হবে।
নাট্যালোকের সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু বলেন, দির্ঘদিন ধরে “আমরা লড়ছি অপসংস্কৃতি, অশ্লীলতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে” এ শ্লোগানকে সামনে রেখে আমরা নাট্য উৎসব পরিচালনা করে আসছি, চেষ্টা করছি পাংশার মানুষকে সুস্থ বিনোদন দিতে।
এ নাট্য উৎসবের উদ্বোধক হিসাবে উদ্বোধন করবেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মিসেস সাহিদা হাকিম।
এ নাট্য উৎসবে মঞ্চে অভিনয় করবেন যারা সঞ্জীব কুমার কুন্ডু, বিকাশ বসু, লিটু করিম, মুকুল কুন্ডু, চৈতন্য বসাক, হিমাংশু কুন্ডু রকেট, আরিফ খান, দেবাশীষ কুন্ডু, শ্যামল শিকদার, খোন্দকার হাফিজুর রহমান, আশীষ শাহ, খোকন বিশ্বাস, আব্দুল ওহাব, ফরিদ মন্ডল, আবু দাউদ, শরীফুল মোরশেদ রঞ্জু, শীলা ভট্টাচার্য্য, লক্ষী ভট্টাচার্য্য, বাসন্তি সাহা, ভারতি বিশ্বাস, অহনা কুন্ডু প্রমুখ।