মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মঙ্গলবার বিকাল পাঁচটায় ফরিদপুরেরর মধুখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের জনসাধারণের আয়োজনে কাঠাল বাড়ি মহিষাপুরে আটদলীয় হাডুডু খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান বাবুর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য কাজি সিরাজুল ইসলাম। খেলার উদ্বোধন করেন মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আকরামুল করিম,আওয়ামীলীগের উপ কমিটির সদস্য আসাদুল করীম আসাদ,নজরুল পাইপ ইন্ড্রাসট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আমিরুল ইসলাম নয়ন,পৌর আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের সভাপতি মীর আব্দুল মান্নান। খেলায় চরবামুন্দি একাদশ ও চর মহিষাপুর একাদশ অংশগ্রহণ করেন। খেলায় চরমহিষাপুর একাদশ চ্যাম্পিয়ান ৪২ ইঞ্চি টেলিভিশন ও চরবামুন্দি রানার্সআপ হয়ে ৩২ ইঞ্চি টেলিভিশন পুরস্কার গ্রহণ করে।