সোহেল রানা : রাজবাড়ীতে দুই দিনব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ২৩ ডিসেম্বর ) সকালে রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে মাঠে দুই দিনব্যাপী সাহিত্য মেলার আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, বাংলা একাডেমীর উপ-পরিচালক ড. কুতুব আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ প্রমুখ। বাংলাদেশের প্রত্যেকটি জেলার সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমী। তারই ধারাবাহিকতায় জেলার নবীন-প্রবীন লেখকদের মিলন মেলা ঘটবে, দুর হবে অপসংস্কৃতির। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্পপোষকতায় জেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন শনিবার সমাপ্ত হবে।
এ সময় রাজবাড়ীর লেখকেরা বলেন, বিভিন্ন ভাবে উগ্রবাদ মৌলবাদেরা সাহিত্য চর্চা করলেও সেটিকে তারা সঠিক ব্যবহার করেনি। সাহিত্য অসাম্রদায়িক চেতনার হতে হবে। সাহিত্যে মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে। দুই দিনব্যাপী এ মিলন মেলায় নতুন প্রজন্মকেও সম্পৃক্ত করা প্রয়োজন। সাহিত্যর মধ্য দিয়েই লাল সবুজ পতাকা পেয়েছিলাম আমরা যা এ প্রজন্মের মধ্যে থাকা প্রয়োজন। সুশৃঙ্খলভাবে প্রতিবছর এমন আয়োজনের দাবী তাদের।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সরকারী ভাবে এ বছরই প্রথমবারের মতো সাহিত্য মেলার আয়োজন করা হয়েছে। এতে জেলার সাহিত্য সেবীদের আমন্ত্রন জানানো হয়েছে। এতে কর্মশালা, সাহিত্য সংস্কৃতি, কবিতা আবৃত্তি, ছড়া, নাটক ও থাকবে প্রবন্ধ।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সদস্য কাজী কেরামত আলী বলেন, এর আগে এভাবে কখনও সাহিত্য মেলা হয়নি। যারা সাহিত্য, কবিতা গান ভালোবাসে তারা সকলেই আসবে এখানে। প্রতিবছর এমন আয়োজন করা হলে কিছুটা হলেও মনের খোরাক যোগাবে।