কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ দোকান ভস্মিভূত হয়েছে। বুধবার দিবাগত রাত ৩ টায় কালুখালীর বোয়ালিয়া মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, মুদি দোকানদার শাহিন আহমেদ ও সেলুন দোকানদার আশরাফুল।
বোয়ালিয়া মোড়ের ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, বুধবার রাত আনুমানিক ৩ টায় মুদি দোকানদার শাহিন আহমেদ এর দোকান থেকে আগুনের সূচনা হয়। পরে তা আশরাফুলের দোকানে ছড়িয়ে পরে। কালুখালীর ফায়ার সার্ভিসের কর্মীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২ দোকানের ১১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।