আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কালুখালী উপজেলা পরিষদ চত্বরে ৯জন কৃষককে কৃষি জমি চাষের জন্য ৯টি এসিআই কোম্পানির সিডার বিতরণ করেন। কৃষি উন্নয়ন সহায়তা ভর্তূকি মূল্যে ৯ জন কৃষককে এ উপকরণ বিতরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমুর রহমান, উপজেলা আনসার ভিডিপি অফিসার মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।