কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলায় রোপনকৃত পেয়াজক্ষেত নষ্ট করেছে দুর্বত্তরা। বুধবার রাতে কালুখালী সর্বকুলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকের নাম আঃ কুদ্দুস মন্ডল। সে সায়েস্তাপুর গ্রামের মন্তাজ মন্ডলের ছেলে।
কৃষক কুদ্দুস জানান, বুধবার দিনে সে সর্বকুলটিয়া মৌজার ৫৫৯ নং দাগে পেয়াজ রোপন করে। এতে তার ৫০ হাজার টাকা খরচ হয়। ঘটনার রাতেই স্থানীয় ওহাব ও করিম তার পেয়াজ ক্ষেতে নাঙলে দিয়ে ফসল নষ্ট করে। এব্যাপারে কুদ্দুস কালুখালী থানায় অভিযোগ দায়ের করেছে।
কালুখালী উপজেলা কৃষক সমিতির সভাপতি নজরুল ইসলাম জোয়াদ্দার এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবী জানান।