আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) কালুখালীতে রতনদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কালুখালী উপজেলার ৬ শত ১৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণের সুযোগ পায়। এরমধ্যে ৬ শত ৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নিবার্হী অফিসার শাহ্ মোঃ সজিব। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছিম আকতার, প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আঃ রশিদ, ইন্সট্যাক্টর জহুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গগন। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন রতনদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ছালাম। সকাল ১০টায় থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে।