স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে শুক্রবার বিকেলে ‘অন্তপ্রাণ সাধুসঙ্গ ও ভাবদর্শন’ শীর্ষক সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের দ্বিতীয় তলায় প্রশিক্ষণ কক্ষে রাজবাড়ী সাহিত্য পরিষদের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লালন গবেষক ফকীর হৃদয় সাঁই। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলতাব হোসেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী ইমদাদুল হক বিশ^াস। বৈঠক সঞ্চালনা করেন সংগঠনের আহ্বায়ক কবি খোকন মাহমুদ। বৈঠকে মহিলা পরিষদের সাবেক সভাপতি আইনজীবী দেবাহুতি চক্রবর্তী, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ নুরুল হক, নাট্য নির্দেশক ম. নিজাম, নাট্যকার অজয় দাস তালুকদার, বিশ^ভরা প্রাণ’র সভাপতি আতাউর রহমান, কবি সালাম তাসির, কবি নেহাল মাহমুদ, কবি ইউসুফ বাশার আকাশ, কবি আশ্রাফ বাবুসহ এতে রাজবাড়ী ও ফরিদপুরের কবি-সাহিত্যিকেরা অংশগ্রহণ করেন। গান পরিবেশন করেন অনিমেষ বাউল ও শারমিন আক্তার।
আলোচকরা বলেন, পারিবারিক আড্ডাকে বাড়াতে হবে। সময়কেও সময় দিতে হবে। সুস্থ চিন্তা করতে হবে। সুস্থ সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। প্রকৃতির সঙ্গে মিশতে হবে। আমার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই গ্রহণ করি। অতিরিক্ত সব কিছু বর্জন করি। যেসব কারণে রোগ হয় তা পরিহার করতে হবে। তাহলে আর চিকিৎসকের কাছে যেতে হবে না। আমাদের সব কিছু গভীর ভাবে অনুভব করতে হবে। নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। সুন্দরের পথে চলতে হবে।