আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে স্কুল শিক্ষার্থীদের পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। রবিবার (১জানুয়ারী) কালুখালী উপজেলার লস্করদিয়া বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। কালুখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার আলো ফিরিয়ে আনতে ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। বৃহত্তর হরিন বাড়িয়া চরের চারটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও ছিলনা মাধ্যমিক শিক্ষার সুযোগ। হরিনবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , আঃ কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়,হরিনা ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই চারটি বিদ্যালয়ের মধ্যবতী স্থান । সকালে বিদ্যালয় চত্বরে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন, ইউপি সদস্য আনিস খান, এস এম সি কমিটির সহ-সভাপতি আমিরুল কাজী, সাবেক ইউপি সদস্য আঃ কুদ্দুস সহ অভিভাবক গন উপস্থিত ছিলেন।