স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালীতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাগেছে, কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মোঃ সোহেল শেখের একটি মোবাইল হারিয়ে যায়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়রী করেন। কালুখালী থানার এএসআই মোঃ এনায়েত হোসেন হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার করেন। রবিবার (১ জানুয়ারী) কালুখালী থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর নিকট হস্তান্তর করেন। কালুখালী থানার ওসি নাজমুল হাসান নিজ হাতে মোবাইলের মালিক মোঃ সোহেল শেখের হাতে তুলে দেন।