মেহেদী হাসান : রাজবাড়ীতে আনন্দঘন পরিবেশে বই উৎসব পালন করা হয়েছে। রবিবার (১ জানুয়ারী ) সকালে রাজবাড়ীর টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌরসভার ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরমত আলী।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তৃতা করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্না রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা জুন কক্স প্রমুখ বক্তৃতা করেন।
বই উৎসবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় বড় বড় চ্যলেঞ্জ গ্রহন ও বাস্তবায়ন করেছে। বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে আমরা বছরের শুরুতে একটি ভালো কাজ করতে পেরে গর্বিত মনে করছি। এতে শিক্ষার্থীরা আনন্দের সাথে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে।
এছাড়াও একই দিন রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ইয়াছিন উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিন লক্ষ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই।