আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কালুখালীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নিবার্হী অফিসার শাহ মোঃ সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক মাষ্টার, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন আক্তার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, ইন্সট্রাক্টর জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন।