স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গত ১ জানুয়ারী সারা দেশের ন্যায় বই উৎসব পালিত হয়েছে।
বই উৎসবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ খোন্দকার আব্দুল মান্নান সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।
বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ খোন্দকার আব্দুল মান্নান বলেন, সারাদেশের ন্যায় আমরাও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বই উৎসবে অংশ গ্রহণ করেছি। চাহিদা অনুযায়ী নতুন বই না পাওয়ায় ছাত্রছাত্রীদের মাঝে পুরাতন পাঠ্যবই সংগ্রহ করে নতুন পুরান বই মিলিয়ে ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করেছি। আগামীতে নতুন বই আসলে ছাত্র ছাত্রীদের নতুন বই দিয়ে পুরাতন বই ফিরিয়ে নিব।
তিনি আরও বলেন, এবতেদায়ী পর্যায়ে ছাত্রছাত্রীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান সরকার যদি এবতেদায়ী ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান করতেন তাহলে দরিদ্র শ্রেনীর ছাত্র ছাত্রীরা উপকৃত হতো।