আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি যন্ত্রপাতি ফুটপাম্প, স্প্রে মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) কালুখালী উপজেলা পরিষদের পক্ষ হতে কৃষি যন্ত্রপাতি ফুট পাম্প, স্প্রে মেশিন ও ফুটবল বিতরণ করা হয়েছে। কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লা, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।