রুবেলুর রহমান : রাজবাড়ীতে ট্রাকের এক্সেল ভেঙ্গে শরীয়তপুর গামী একটি ডিম বোঝাই ট্রাক উল্টে প্রায় ৩৬ হাজার ডিম ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধান হয়েছে বলে দাবি ডিম ব্যবসায়ী মোঃ খোকনের।
সোমবার (২ জানুয়ারী) রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা প্রাণি সম্পদ দপ্তরের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নাই।
ডিম ব্যবসায়ী খোকন জানান, খুলনা মোট্রো-ন (১১-০৯৫৯) একটি মিনি ট্রাকে ডিম বোঝাই করে পাবানা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। পথিমধ্যে রাজবাড়ীর পশু হাসপাতালের সামনের সড়কে ট্রাকের চাকার স্টিক কেটে ট্রাক উল্টে যায়। এতে তাদের কোন ক্ষতি না হলেও ট্রাকে থাকা ১২শ কেসে ৩৬ হাজার ডিম ক্ষতি হয়েছে। এতে প্রায় তার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবং প্রায় সব ডিম ভেঙ্গে গেছে।
স্থানীয় খান মোঃ মাসুদ জানান, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙ্গে। সে সময় রাস্তায় এসে দেখেন ডিম বোঝাই একটি ট্রাক উল্টে গেছে। এতে ট্রাকের প্রায় সব ডিমই ভেঙ্গে ডিমের কুসুম পানির মত স্রোত হয়ে ড্রেনে যাচ্ছে।
রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) তারক পাল বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে রাস্তার একপাশ বন্ধ রেখেছেন। ডিম অপসারন হলে রাস্তা খুলে দেয়া হবে। তবে এ ঘটনা হতাহত হয় নাই। শুধু ডিমের ক্ষতি হয়েছে।