মোঃ আমিরুল হক : রাজবাড়ী বালিয়াকান্দিতে যুবদের উদ্যোগক্তা তৈরীর লক্ষ্যে কাপড় হ্যান্ড পেইন্টিং কর্মশালা ও হ্যান্ড পেইন্টিং শাড়ী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের আয়োজনে পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাইকা’র সহায়তায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন,রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান, প্রশিক্ষক পিজুস কান্তি সরকার প্রমুখ।
এসময় বক্তাগণ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে উদ্যোগক্তা হতে হবে। আজ দেশ পরিচালনা করছে একজন নারী, জাতীয় সংসদের স্পীকার একজন নারী, বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগসহ সর্বস্তরে নারীরা তাদের কর্ম দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ আপনারা যে প্রশিক্ষণ নিচ্ছেন তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এটাই আমাদের আশা।এ বিষয়ে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করবো।
উল্লেখ্য, জাইকা’র অর্থায়নে ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে।