রুবেলুর রহমান : “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ, দেশ গড়বো সতাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও এনজিও কেকেএস এর নির্বাহী পরিচালক ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম। আলোচনা সভা শেষে জেলা সমাজসেবার ৫ জন কর্মকর্তাকে পুরস্কার ও ৬ জন ঋণ গ্রহিতাকে বিনাসুদে ৩০ হাজার করে ১লক্ষ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।