কামরুল হাসান : ঈদ ছুটি কাটাতে হেলিকপ্টারে করে রাজবাড়ী জেলা শহরের গ্রামের বাড়ীতে ফিরেছেন অভিনেত্রী জিনাত কবির তিথি।
তার মাতা রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা।
তিথি বলেন, অভিনয় ও নৃত্যের পাশাপাশি মেঘনা এভিয়েশন-এর মার্কেটিং কর্মরত রয়েছে। মেঘনা এভিয়েশন-এর পক্ষ থেকে ৭ দিনের ঈদ ছুটি কাটাতে এই হেলিকপ্টারের গ্রামের বাড়ীতে আসার ব্যবস্থা করা হয়। আজ সোমবার দুপুরে তিনি তার কলেজ পড়ুয়া ছোট ভাই শাহরিয়ার আবিরকে নিয়ে রাজধানীর ঢাকার পুরাতন বিমান বন্ধর থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১টার দিকে রাজবাড়ী রেলওয়ে ময়দানে হেলিকপ্টার অবতরণ করেন। সেখানে তার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান।