স্টাফ রিপোর্টার : “পাট শিল্পের অবদান-স্মার্ট বাংলাদেশ বির্নিমান” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
জাতীয় পাট দিবস উপলক্ষে (৬ মার্চ ) সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি র্যালী। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিমউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা এ সময় দেশীয় ও পরিবেশ বান্ধব পণ্য হিসেবে পাটজাত পণ্যের ব্যাবহার বাড়ানোর জন্য সকলকে অনুরোধ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোথাও এক ইঞ্চি জমিও যাতে ফাঁকা পরে না থাকে সেজন্য সকল জমি চাষাবাদের আওতায় আনার দাবী জানান।