মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা সরকারী কলেজ মাঠে ৪র্থ বারের মত আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ ফাইনাল খেলায় চুড়ান্ত বিজয় অর্জন করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন রোজা রাইডার্স কুষ্টিয়া। টসে জিতে প্রথম পাংশা উপজেলা ক্রীড়া সংস্থা নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান সংগ্রহ করেন। তার জবাবে রোজা রাইডার্স কুষ্টিয়া ব্যাট হাতে উড়ন্ত সুচনার মধ্য দিয়ে ৩ ইউকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
এ খেলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ২ জন খেলোয়ার অংশ নিয়েছিলেন তারা হলেন- মেহেদী মারুফ ও মুনিম শাহরিয়ার। এ ফাইনাল খেলায় দির্ঘদিন পর পাংশা সরকারী কলেজ মাঠে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত।
পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, মরহুম আবুল মাহমুদ’র সুযোগ্য সন্তান রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। ফাইনাল খেলার উদ্বোধক হিসাবে বেলুন উড়িয়ে শুভ সুচনা করেন, সংসদের সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম।
পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিকের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক রেজা। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নূশরাত হাছনীন, পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতুর সরদার, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি হাকিম সরদার, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল আল মামুন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগেও এ মাঠে আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, তারকা ক্রিকেটার আশরাফুল ইসলাম, খালেদ মাহমুদ সুজন, সাইফুদ্দিনসহ জাতীয় দলের বিভিন্ন খেলোয়ার এ টুর্নামেন্ট’ অংশ গ্রহণ করেছেন।