স্টাফ রিপোর্টার : সোমবার (৬ মার্চ) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, বীরমুক্তিযোদ্ধাগণ ও বিশিষ্ট রাজনীতিবিদসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্যরা।