স্টাফ রিপোর্টার : রাজবাড়ী গোদার বাজার স্কুল থেকে ইটভাটার মোড় পর্যন্ত বালির ট্রাক চলাচল বন্ধের দাবী জানিয়ে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
গত ৫ মার্চ রাজবাড়ী জেলা প্রশাসকের নিকট এ লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
অভিযোগ সুত্রে জানাগেছে, রাজবাড়ী গোদার বাজার স্কুল থেকে ইটভাটার মোড় পর্যন্ত বালির শত শত ট্রাক সারা দিন-রাত চলাচল করে। এ এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদ, একটি মাদ্রাসা এবং আবাসিক বাড়ী-ঘর রয়েছে। রাস্তা দিয়ে সাধারণ জনসাধারণ, স্কুলের ছোট ছোট ছেলে-মেয়েদের চলাফেরা করা খুবই কষ্টকর ব্যাপার। স্কুলের ছেলে-মেয়েরা এবং আশপাশের লোকজন ধুলাবালির কারণে শ^াসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাছাড়া কারণে অকারণে ট্রাকের হর্ণ বাজানোর কারণে মসজিদে নামাজ আদায় করা, মাদ্রাসার ছেলে-মেয়েদের কোরআন শেখা এবং স্কুলের ছেলে-মেয়েদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটাসহ ধুলাবালির কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এ কারণে এ এলাকায় বালির ট্রাক চলাচল বন্ধ করা জরুরী হয়ে পড়েছে। এ কারণে এলাকাবাসী গোদার বাজার স্কুল থেকে ইটভাটার মোড় পর্যন্ত বালির ট্রাক চলাচল বন্ধের দাবী জানিয়েছেন।