মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় ৭দিন ব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, পাংশা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেল। এ সময় পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পাংশা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। পুরুষদের পাশাপাশি আমাদের নারীদেরও এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা স্বাবলম্বী হতে পারব। এ সময় তিনি যৌতুক ও বাল্য বিবাহ থেকে দূরে থাকার আহবান জানান। এ সময় প্রশিক্ষণার্থী যুব মহিলারা উপস্থিত ছিলেন।