গোয়ালন্দ প্রতিনিধি : ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে ও লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে রাজবাড়ীর গোয়ালন্দে কলেজ ছাত্রদের মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত। সোমবার (৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলার সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ১ম ও ২য় বর্ষের সমন্বয়ে এ টুর্নামেন্টের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচে অত্র কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২য় বর্ষ ক্রিকেট টিম ১২ ওভার ব্যাটিং করে ১৯০ রান সংগ্রহ করেন। জবাবে ১ম বর্ষ ক্রিকেট টিম ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন মৃদুলসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।