আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আলেম ও ওলামাগণের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় কালুখালী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আলেম ও ওলামাগণের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিবের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আঃ রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, ইমাম কমিটির সভাপতি হাফেজ আঃ মালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কালুখালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলী নূর খন্দকার মোঃ ইমারত আলী।