মেহেদী হাসান : তৃতীয় পর্যায়ে সারাদেশে একযোগে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মধ্যে রাজবাড়ী জেলা সদর ও পাংশা উপজেলা মডেল মসজিদও রয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ মার্চ ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় দৃষ্টি নন্দন মডেল মসজিদ দেখতে ভীড় করে উৎসুক জনতা। এমন সুন্দর উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সদরের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন ও দোয়ার অনুষ্ঠান শেষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, কোন প্রধানমন্ত্রী এমন মহতী উদ্যোগ গ্রহণ করেনি। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে। সারা দেশে ৫৬৪ টি মডেল মসজিদের মধ্যে তৃতীয় পর্যায়ে আজ ৫০ টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে রাজবাড়ীবাসির পক্ষ থেকে তিনিও ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন,দৃষ্টিনন্দন এমন মসজিদে নারী পুরুষ সকলেই নামাজ আদায় ও ধর্মীয় চর্চা করতে পারবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না।